নিজস্ব সংবাদদাতা: উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা রাজপথে নেমে পড়েন চাকরির দাবিতে। পুলিশের দাবি, এই বিক্ষোভের খবর তাদের কাছে ছিলই না। আন্দোলনকারীরা কালীঘাট ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় বসে পড়েন। আজ সকালে চাকরিপ্রার্থীরা আচমকা এসে কালীঘাটে মেট্রো স্টেশনের কাছে বসে পড়েন।সঙ্গে সঙ্গে চলে আসে পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি।