সিপিআইএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা

author-image
Harmeet
New Update
সিপিআইএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : জনগণের দৈনন্দিন জীবনের নানা সমস্যাকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরে পদযাত্রা অনুষ্ঠিত হলো সিপিআইএম -এর উদ্যোগে। "লুটেরা তৃণমূলীদের তাড়াও, বাংলা বাঁচাও, বিজেপি হঠাও দেশ বাঁচাও" - এই স্লোগানকে সামনে রেখে এদিন সিপিআইএম মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে এই মিছিল সংগঠিত হয়। মিছিল শুরুর আগে জন্মদিনে স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডাকে স্মরণ করা হয় সিপিআইএম এর পক্ষ থেকে। বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 

অলিগঞ্জে অবস্থিত সিপিআইএম-এর পূর্ব এরিয়া কমিটির অফিস থেকে এদিনের পদযাত্রা শুরু হয়ে কোতওয়ালী বাজার, ছোটবাজার, স্কুলবাজার,সঙ্গতবাজার জগন্নাথ মন্দির চক ,বড়ড়বাজার, মল্লিকচ, মীরবাজার কর্লেলগোলা, গোলকুঁয়াচক হয়ে পুনরায় এরিয়া কমিটি অফিসে শেষ হয়। সাতটি ওয়ার্ডের ২৬ টি বুধ এলাকা এই মিছিল পরিক্রমা করে। বেকারদের চাকরি, স্বচ্ছভাবে ধারাবাহিক নিয়োগ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হ্রাস, ওষুধ সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে জিএসটি প্রত্যাহার, শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি ও অন্যান্য দুর্নীতেতে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নানা দাবিতে সোচ্চার হন মিছিলে অংশগ্রহণকারীরা‌। এদিনের মিছিলে নেতৃত্ব দেন দলের এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ, সিপিআইএম নেতা কীর্তি দে বক্সী, সুকুমার আচার্য, জয়দীপ খাটুয়া, পাপিয়া চৌধুরী,সারদা প্রসাদ চক্রবর্তী প্রমুখ। এদিনের মিছিলে দূই শতাধিক সিপিআইএম কর্মী সমর্থক ও বামপন্থী গনসংগঠন গুলির সদস্য-সদস্যারা যোগ দেন।