New Update
/anm-bengali/media/post_banners/0N7Ntq2kwtV6PTLrRFOh.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ কুলটির বিজেপির বিধায়ক ডঃ অজয় পোদ্দারের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ। এমনটাই অভিযোগ যুব তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি। জাতীয় সঙ্গীতের অবমাননার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে আসানসোলের কুলটির সাকতোড়িয়ার হাতিনল এলাকায় এক ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার। কিন্তু দেখা যায় কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দারের উপস্থিতিতে জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে। অর্থাৎ যখন কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার ফুটবল খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছিলেন তখনই জাতীয় সংগীত বেজে ওঠে কিন্তু মাঝপথে সেই জাতীয় সংগীত বন্ধ করে দিতে বলেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us