বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে প্রধানমন্ত্রীর "যুদ্ধের যুগ নয়" বার্তা

author-image
Harmeet
New Update
বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে প্রধানমন্ত্রীর "যুদ্ধের যুগ নয়" বার্তা



নিজস্ব সংবাদদাতাঃ
রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের আবহে জি ২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "যুদ্ধের যুগ নয়" বার্তা গোটা বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। এমনটাই বললেন পররাষ্ট্র সচিব কোয়াত্রা। তিনি আরও জানিয়েছেন,' প্রধানমন্ত্রীর বার্তা সমস্ত দেশের প্রতিনিধি দলের মধ্যে খুব গভীরভাবে অনুরণিত হয়েছিল এবং বিভিন্ন দলের মধ্যে ব্যবধানটি পূরণ করতে সহায়তা করেছে'।