New Update
/anm-bengali/media/post_banners/G2JwYNLJ5tNZGcYUOOUZ.jpg)
ফ্লোরিডাঃ শিশুদের ধর্ষণের অভিযোগে ডিজনি ওয়ার্ল্ড-এর ৩ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ফ্লোরিডায় একটি যৌন স্টিং মামলায় ডিজনি ওয়ার্ল্ডের কমপক্ষে তিনজন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি তাঁরা এক ১৩ বছরের মেয়েকে যৌন হেনস্থা করে। ধৃতদের নাম সাভানা ম্যাকগ্রু (২৯) এবং জোনাথন ম্যাকগ্রু (৩৪)। ওপর আরেকজনের নাম জানা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us