রস দ্বীপ: ভগ্নপ্রায় স্বর্গ

author-image
Harmeet
New Update
রস দ্বীপ: ভগ্নপ্রায় স্বর্গ

অভিজিৎ নন্দী মজুমদার

আপনি কি কখনও রস দ্বীপের কথা শুনেছেন? এই দ্বীপে কয়েকটি হরিণ ছাড়া এখন আর কোনও বাসিন্দা নেই। ব্রিটিশ আমলের সাক্ষী হিসেবে রয়েছে কিছু ভেঙে পড়া ঘরবাড়ি। নেতাজি সুভাষচন্দ্র বসুও এই দ্বীপে পা রেখেছিলেন। সেই দ্বীপ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদার আপনাকে আন্দামানের রস আইল্যান্ড ভ্রমণে নিয়ে যাচ্ছেন-