নিজস্ব সংবাদদাতা: এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে একাধিক মন্তব্য করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এত সিআরপিএফ নিয়ে ঘুরছে, টাকা কোথা থেকে আসছে? সারদার টাকা। দু’হাত বাড়িয়ে টাকা নিয়েছে, নিজেকে কী ভাব? বাড়ির বাইরে গান বাজলে হাইকোর্টে মামলা করে। সারদা নিয়ে বলছে, কী নিয়েছি প্রমাণ করতে হবে! বলতে চাইছেন এসটি সম্প্রদায়ের লোকেরা আপনার জুতোর তলায় থাকে! কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না’।