অখিল গিরির বহিষ্কারের দাবি, বিক্ষোভ চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে

author-image
Harmeet
New Update
অখিল গিরির বহিষ্কারের দাবি, বিক্ষোভ চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে


দিগ্বিজয় মাহালী: নবান্ন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়ার পরও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ অব্যাহত আদিবাসী সংগঠনের। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাইয়ের হালদারদিঘি মোড়ে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা-কর্মীরা। তাদের দাবি, রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে অবিলম্বে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাদের এই অবরোধ-বিক্ষোভ লাগাতার বিভিন্ন জায়গায় চলবে বলেও দাবি সংগঠনের নেতাদের। ক্ষীরপাইয়ের হালদারদিঘি মোড়ের সাথে একাধিক রাজ্যসড়কের সংযোগ, একদিকে ঘাটাল-চন্দ্রকোনা অপরদিকে ক্ষীরপাই-আরামবাগ সড়কের যোগাযোগ রয়েছে। এই অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি রাজ্যসড়কে। ঘটনাস্থলে রয়েছে চন্দ্রকোনা থানার পুলিশ।