New Update
/anm-bengali/media/post_banners/VTXP0l0QcyrnNjhYp1UQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের আগে কায়রন পোলার্ডকে নিয়ে আগেই ধোঁয়াশা তৈরি হয়েছিল। মঙ্গলবার সেই ধোঁয়াশা নিজেই দূর করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেছেন, "মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে আলোচনার পর আইপিএলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি। এ অসাধারণ ফ্র্যাঞ্চাইজিটি, যাদের অর্জন দুর্দান্ত, তাদের পালাবদলের দরকার, সেটি বুঝি আমি। আমি যদি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে না খেলি, তাহলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষেও নিজেকে খেলতে দেখতে পারব না।"
💙 #OneFamily@mipaltanpic.twitter.com/4mDVKT3eu6
— Kieron Pollard (@KieronPollard55) November 15, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us