নিজস্ব সংবাদদাতা: OMR শিটে নম্বর বদল হওয়া একাধিক চাকরিপ্রার্থীদের তলব করল সিবিআই। আজ ও আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুরের ২০ জন চাকরিপ্রার্থীদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, OMR শিটে নম্বর বদল হয়েছে ৬৬৭ জন চাকরিপ্রার্থীর। নিয়োগ দুর্নীতি মামলায় এই চাকরিপ্রার্থীদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক।