New Update
/anm-bengali/media/post_banners/1zwPwJnuRD0AM3jsLGIN.jpg)
হরি ঘোষ, জামুড়িয়া: কয়লা উদ্যোগকে বেসরকারিকরণের প্রতিবাদে জামুড়িয়ার কুনুস্তোড়িয়া এরিয়া মোড়ে বামপন্থী সংগঠন সিটুর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন। সিটু নেতা কিশোর ঘটকের নেতৃত্বে এই বিক্ষোভ সবাই উপস্থিত ছিলেন জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক ধীরাজ লাল হাজরা, অজিত কর, রাধেশ্যাম, হরিজন শম্ভু চৌধুরী সহ একাধিক বাম শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। কিশোর ঘটক জানান, কেন্দ্রীয় সরকার নতুন এক বিল এনেছে যাতে ইসিএল সহ কল ইন্ডিয়াকে বেসরকারিকরণ করার চেষ্টা চালাচ্ছেন। তিনি জানান এই নতুন বিলে কমার্শিয়াল মাইনিং এর জন্য অধিকৃত জমি বেসরকারি কারখানা হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us