নিজস্ব সংবাদদাতা: গরুপাচারকাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে দাবি, ২০১৭-র মাঝামাঝি থেকে ২০২১-এর গোড়া পর্যন্ত ৪ বছরে কোটি কোটি নগদ টাকা জমা পড়েছে বীরভূমের ২টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে। অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের ৮টি অ্যাকাউন্টে গত চার বছরে নগদ ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছে বলে জানতে পেরেছে সিবিআই।