পাচারের আগেই বিলুপ্ত প্রায় একাধিক বানর উদ্ধার করল পুলিশ

author-image
Harmeet
New Update
পাচারের আগেই বিলুপ্ত প্রায় একাধিক বানর উদ্ধার করল পুলিশ


নিজস্ব সংবাদদাতাঃ
পাচার হওয়ার আগেই বড় সাফল্য পেল আসাম পুলিশ। হাইলাকান্দি পুলিশের তরফে জানানো হয়েছে, রামনাথপুর পিএস-এর হাইলাকান্দি পুলিশ দল সাতটি এপ জাতীয় বিপন্ন প্রাণী উদ্ধার করেছে। মিজোরাম থেকে প্রাণীগুলি নিয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যে এই ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।