তাইওয়ান ও চীনের স্থিতাবস্থায় একতরফা পরিবর্তনের বিরোধিতা আমেরিকার

author-image
Harmeet
New Update
তাইওয়ান ও চীনের স্থিতাবস্থায় একতরফা পরিবর্তনের বিরোধিতা আমেরিকার



নিজস্ব সংবাদদাতা: তাইওয়ানে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির ভ্রমণের পর থেকেই চীন ও তাইওয়ানের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। তবে সোমবার ইন্দোনেশিয়ার বালিতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন।

Joe Biden meets Xi Jinping as he says US and China have 'responsibility' to  'manage our differences' | World News | Sky News

 এবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে,  তাইওয়ান ও চীনের স্থিতাবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র একতরফা পরিবর্তনের বিরোধিতা করে। এখন দেখার বাইডেন ও জিনপিং-এর বৈঠকের পর তাইওয়ান ও চীনের সম্পর্কে নয়া কি পরিবর্তন আসে।