/anm-bengali/media/post_banners/VGCWbdXMjamP7z1xD26I.jpg)
নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: ১৫ নভেম্বর মঙ্গলবার বিরসা মুন্ডার জন্মদিন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নম্বর ব্লকের সাহাড়ি ফুটবল মাঠে বিরসা মুন্ডার জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিরসা মুন্ডার জন্মদিন উদযাপন উপলক্ষে এক সভায় বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ পথে কলকাতা থেকে সভা স্থলে যাবেন মুখ্যমন্ত্রী। এরপর সভা শেষ করে হেলিকপ্টারে তিনি ঝাড়গ্রাম রাজ কলেজের হেলিপ্যাড ময়দানে নামবেন। সেখান থেকে সড়ক পথে তিনি যাবেন রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রামে থাকার কথা। বুধবার তিনি ফের আকাশপথে কলকাতা ফিরে যাবেন। বিনপুর ২ নম্বর ব্লকের সাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশকর্মীরা। মুখ্যমন্ত্রীর সফরের আগেই সোমবার হেলিকপ্টার প্রশিক্ষণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ঝাড়খন্ড সীমান্তবর্তী বেলপাহাড়ি থানার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা। ঝাড়গ্রাম জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাসি চালাচ্ছে পুলিশকর্মীরা। ঝাড়গ্রাম শহরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তৈরি জঙ্গলমহলের মানুষ। তাই মুখ্যমন্ত্রীর সভাকে সফল করে তোলার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তেমনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দলের কর্মীরা মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেবেন বলে জানানো হয়েছে। প্রায় পঞ্চাশ হাজার মানুষ ওই সভায় যোগদান করবেন বলে জানান তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু। তিনি জানান, প্রস্তুতি শেষ হয়েছে। দলীয় কর্মীরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ওই সভায় শামিল হবেন। বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ির সাহাড়ি ফুটবল মাঠের সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা জঙ্গলমহলের মানুষজন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us