অখিল গিরির মন্তব্যের জেরে পিংলা ও ডেবরায় বিক্ষোভ

author-image
Harmeet
New Update
অখিল গিরির মন্তব্যের জেরে পিংলা ও ডেবরায় বিক্ষোভ


নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। প্রতিবাদের ঝড় গোটা দেশ জুড়ে বইছে। সোমবার মন্ত্রী অখিল গিরির গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এবং পিংলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো 'ভারত জাকাত মাঝি পরগনা' সংগঠন। এদিন ডেবরা ব্লকের বালিচক এবং পিংলা ব্লকের এগারোমাইলে রাজ্য সড়ক অবরোধ করে সংগঠনের সদস্য ও নেতৃত্বরা। যার জেরে রাস্তার ওপর সারি সারি যানবাহন দাঁড়িয়ে যায়। ৩০ মিনিটের বেশি সময় ধরে চলে অবরোধ। পরে উভয় জায়গায় পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ।