নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা দেখলেন শুভেন্দু

author-image
Harmeet
New Update
নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা দেখলেন শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা: আবার নিজের বিধানসভা কেন্দ্রে ‘‌কালো পতাকা’ দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা‌ শুভেন্দু অধিকারী। তাঁর কর্মসূচির আগে নন্দীগ্রামে উত্তেজনা দেখা গেল। বিরোধী দলনেতা নন্দীগ্রামে যাওয়ার আগে টেঙ্গুয়া মোড়ে মুখোমুখি হয় তৃণমূল কংগ্রেস–বিজেপি। তখন দু’পক্ষের মধ্যে বচসা হয়। সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আজ। সোমবার নন্দীগ্রামের ভেকুটিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা যাওয়ার পথে টেঙ্গুয়া মোড়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে জড়ো হন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তখন বিজেপি কর্মীরা বাধা দেওয়ায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। এই অবস্থার মধ্যেই বেরিয়ে যায় শুভেন্দুর কনভয়।