থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ

author-image
Harmeet
New Update
থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ





দিগবিজয় মাহালী: থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগে ছত্তিসগড়ের চন্দন সমাজদার। 'সারা বিশ্বে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত প্রায় ২ বিলিয়ন শিশু, আজ যদি সচেতন না হওয়া যায় আর কবে হবে মানুষ', এই বার্তা নিয়েই থ্যালাসেমিয়া সচেতনতায় সাইকেল করে ৪৫০০ কিলোমিটার যাত্রা করছেন ছত্তিসগড় রাজ্যের বিলাসপুর এলাকার বাসিন্দা পেশায় ক্যারাটে প্রশিক্ষক চন্দন সমাজদার। ২ অক্টোবর ছত্তিসগড়ের বিলাসপুর থেকে সাইকেল যাত্র শুরু করে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম ও নেপাল হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন চন্দন সমাজদার। দার্জিলিং হয়ে ইসলামপুর দিয়ে রায়গঞ্জ হয়ে আজ অর্থাৎ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় পৌঁছান তিনি। এর মাঝে ৬ নভেম্বর নদিয়ার মনোরোগ চিকিৎসা কেন্দ্র 'মানসর' এ গিয়েছিলেন চন্দন। নেপাল পর্যন্ত ১৬ হাজার টাকা সংগ্রহ করেছেন চন্দন। সেই টাকা নেপালে ভারতীয় দূতাবাসের হাতে তুলে দিয়েছেন তিনি।