New Update
/anm-bengali/media/post_banners/ZFZHgvQ5JGmnP50Pi9iR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হার। যার মধ্যে পরপর তিন ম্যাচে পরাজয়। অবনমনের আশঙ্কা এখনও রয়েছে ওয়েস্ট হ্যাম শিবিরে। ইংলিশ প্রিমিয়ার লিগের সম্প্রতিতম ম্যাচে লেস্টার সিটির বিরুদ্ধে ২-০ গোলে হেরেছে ওয়েস্ট হ্যাম। সিটির হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে জেমস ম্যাডিনসন এবং হারভে বার্নস। লেস্টার রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রম তালিয়াক্র ১২ নম্বর স্থানে। ওয়েস্ট হ্যাম রয়েছে ১৬ নম্বরে।
Harvey Barnes seals it! ⚽💨#WHULEIpic.twitter.com/MubEBwzRd6
— Leicester City (@LCFC) November 12, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us