New Update
/anm-bengali/media/post_banners/Cd38VoEW5bxBrNOrbFYs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অবনমের আওতায় রয়েছে নট্টিংহ্যাম ফরেস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে মূল্যবান তিনটি পয়েন্ট পেয়েছে তারা। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে ফরেস্ট। সেই সঙ্গে পয়েন্টের খাতায় যোগ হয়েছে পুরো তিন পয়েন্ট। ১৫ ম্যাচে নট্টিংহ্যামের প্রাপ্ত পয়েন্ট ১৩। দল রয়েছে প্রিমিয়ার লিগ ক্রম তালিকার ১৮তম স্থানে। প্যালেসের বিরুদ্ধে গোলটি করেছেন গিবসন হোয়াইট।
YOUUUUUU REDS!! ❤️ pic.twitter.com/Oo59E3Toqt
— Nottingham Forest FC (@NFFC) November 12, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us