/anm-bengali/media/post_banners/SgVf7Rzcs17W4UHjeqbS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ১৩ নভেম্বর, রবিবার রাশি পরিবর্তন করতে চলেছেন মঙ্গল গ্রহ। আর জ্যোতিষশাস্ত্র মতে, যখন একটি গ্রহ রাশি পরিবর্তন করেন, তখন তা সব ক’টি অর্থাৎ ১২টি রাশির জীবনেই কোনও না-কোনও প্রভাব ফেলে। ফলে মঙ্গল গ্রহের গোচর কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ভাল ফলদায়ক হবে, তো আবার কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে অশান্তি বয়ে আনতে পারে।
মেষ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করছেন মঙ্গল গ্রহ। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবস্থার উপরেও খারাপ প্রভাব পড়তে পারে। যদি কেউ কোনও খাতে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তা-হলে সেটা একটু সাবধানে করতে হবে। এর পাশাপাশি দাম্পত্য জীবনেও নানা সমস্যা দেখা দিতে পারে। আর সেই সঙ্গে কথাবার্তার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখতে হবে। না-হলে পরিবারের সঙ্গে বিবাদ ঘটতে পারে।
মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক-জাতিকারা শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। সম্পর্কের মধ্যেও কিছুটা তিক্ততা আসতে পারে। যদি কোনও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তা-হলে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গল গোচরের জেরে এই রাশির জাতক-জাতিকাদের আচরণের ক্ষেত্রেও সামান্য পরিবর্তন আসতে পারে। তাই কোনও কথা বলার আগে ভেবে নিতে হবে, কথাবার্তাতেও সংযম রাখা বাঞ্ছনীয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us