শীঘ্রই ঘটতে চলেছে মঙ্গলের গোচর

author-image
Harmeet
New Update
শীঘ্রই ঘটতে চলেছে মঙ্গলের গোচর

নিজস্ব সংবাদদাতাঃ   ১৩ নভেম্বর, রবিবার রাশি পরিবর্তন করতে চলেছেন মঙ্গল গ্রহ। আর জ্যোতিষশাস্ত্র মতে, যখন একটি গ্রহ রাশি পরিবর্তন করেন, তখন তা সব ক’টি অর্থাৎ ১২টি রাশির জীবনেই কোনও না-কোনও প্রভাব ফেলে। ফলে মঙ্গল গ্রহের গোচর কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ভাল ফলদায়ক হবে, তো আবার কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে অশান্তি বয়ে আনতে পারে।



মেষ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করছেন মঙ্গল গ্রহ। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবস্থার উপরেও খারাপ প্রভাব পড়তে পারে। যদি কেউ কোনও খাতে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তা-হলে সেটা একটু সাবধানে করতে হবে। এর পাশাপাশি দাম্পত্য জীবনেও নানা সমস্যা দেখা দিতে পারে। আর সেই সঙ্গে কথাবার্তার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখতে হবে। না-হলে পরিবারের সঙ্গে বিবাদ ঘটতে পারে।




মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক-জাতিকারা শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। সম্পর্কের মধ্যেও কিছুটা তিক্ততা আসতে পারে। যদি কোনও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তা-হলে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গল গোচরের জেরে এই রাশির জাতক-জাতিকাদের আচরণের ক্ষেত্রেও সামান্য পরিবর্তন আসতে পারে। তাই কোনও কথা বলার আগে ভেবে নিতে হবে, কথাবার্তাতেও সংযম রাখা বাঞ্ছনীয়।