সঠিক সময়ে সঠিক চিকিৎসা করে যাত্রীর প্রাণ বাঁচালেন আরপিএফ অফিসাররা

author-image
Harmeet
New Update
সঠিক সময়ে সঠিক চিকিৎসা করে যাত্রীর প্রাণ বাঁচালেন আরপিএফ অফিসাররা

নিজস্ব সংবাদদাতাঃ  আরপিএফ কনস্টেবল কপিল শর্মা এবং ভিওয়ানি পোস্টের আরপিএফ কনস্টেবল অজিত সিং হরিয়ানার ভিওয়ানি রেল স্টেশনের পিএফ নম্বর ১-এ দায়িত্ব পালন করছিলেন। সেই সময় একজন যাত্রী হঠাৎ প্ল্যাটফর্মে অজ্ঞান হয়ে পড়ে যান।এর কয়েক সেকেন্ড পর তার শরীরের নড়াচড়া বন্ধ হয়ে যায়।  আরপিএফ কর্মীরা তাকে দেখতে পান এবং  তার পালস রেট পরীক্ষা করেন। দস্পন্দন অস্বাভাবিক বলে মনে হলে  তাকে সিপিআর দেওয়া হয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করে সেই যাত্রীর প্রাণ বাঁচানো হয় । এরপর স্টেশন থেকেই ওই যাত্রীর বাড়িতে ফোন করে খবর দেন আরপিএফ অফিসাররা।