New Update
/anm-bengali/media/post_banners/CAFA1TGh0MUGHr63qE9p.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যে কোনও সময় হতে পারে অঘটন। খেলার মাঠে সব সময় খাটে না কাগজ কলমের হিসেবে। ফুটবল বিশ্বকাপে একবার পশ্চিম জার্মানিকে হারিয়ে দিয়েছিল আলজেরিয়া। ২-১ গোলে জয় পেয়েছে আলজেরিয়া। ১৯৮২ বিশ্বকাপে হয়েছিল এই ম্যাচটি। খাতায় কলমে তৎকালীন জার্মানির তুলনায় অনেকটা পিছিয়ে ছিল আলজেরিয়া। ফুটবল প্রেমীদের অনেকেই ভাবতে পারেননি আলজেরিয়া পশ্চিম জার্মানিকে হারাতে পারবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us