​নিজস্ব সংবাদদাতাঃ রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলবে পাকিস্তান। তাই প্রস্তুতিতে একফোঁটাও ফাঁক রাখছেন না বাবর আজ়মরা। প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না পাকিস্তান কোচ সাকলিন মুস্তাকও। তিনি বোলারদের পাঠিয়ে দিলেন ব্যাটিং অনুশীলন করতে। তখন বোলারের ভুমিকায় ব্যাটাররা। ছাড় পেলেন না উইকেট রক্ষক মহম্মদ রিজ়ওয়ানও। শাহিন আফ্রিদিকে নেটে টানা বল করে গেলেন বাবর এবং রিজ়ওয়ান। অন্য ব্যাটারদেরও বল করতে হল নেটে। সব বোলারকেই ব্যাটিং অনুশীলন করালেন বেশ কিছু ক্ষণ। অতএব এবার ১১ জন অলরাউন্ডার নিয়ে ২২ গজে নামতে চলেছে পাকিস্তান।