New Update
/anm-bengali/media/post_banners/6iWTmXpNkgeRZ0Uxx3Wh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ম্যাচ শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক টুইট করেছিল বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে লেখা হয়েছিল, 'স্টেডিয়ামে প্রবেশের গেটে প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন লাল হলুদ সমর্থকরা।
🅣🅗🅔 🅡🅘🅥🅐🅛🅡🅨 🅡🅔🅢🅤🅜🅔🅢 on 30th Dec, 2022! 🍿#BFCEBFC#HeroISL#LetsFootball#BengaluruFC#EastBengalFCpic.twitter.com/J5oHJ5Ip2k
— Indian Super League (@IndSuperLeague) November 11, 2022
কিন্তু ওনারা বোধহয় বুঝতে পারনেনি ওটা আসলে একটা বাস্কেটবল টিমের বাস।' ম্যাচে বেঙ্গালুরুকে ১-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, 'বাস্কেটবল টিম হোক কিংবা আসন টিম, আপনারা যাই করবেন সেটা কাজে আসবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us