New Update
/anm-bengali/media/post_banners/7daZdtfa9UKoWy9KVi8O.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে চলছে বিধানসভা নির্বাচন। এবার হিমাচল প্রদেশে বিজেপির ফফিরে আশা নিয়ে বক্তৃতা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
তিনি বলেন, "হিমাচলের মানুষ তাদের অধিকার এবং ভোটাধিকার সম্পর্কে সচেতন। সুতরাং, এখানে ভোট সর্বদাই ভালো হয়। আমি দেখছি যে, মানুষ প্রধানমন্ত্রী মোদিকে ভালোবাসে এবং বিশ্বাস করেl আবার বিজেপি সরকার চায়৷ আমি বিজেপির জন্য অনুকূল পরিবেশ দেখছি"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us