স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে বর্ষসেরা উঠতি প্রতিভা

author-image
Harmeet
New Update
স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে বর্ষসেরা উঠতি প্রতিভা
নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। দলে রয়েছে একাধিক প্রতিভাবান ফুটবলার। জোর্ডি আলবা, সের্গিও বুস্কেতসের মতো অভিজ্ঞ ফুটবলাররাও রয়েছে এবারের স্কোয়াডে। এক নজরে দেহে নেওয়া যাক কাতার বিশ্বকাপের জন্য স্পেনের স্কোয়াডঃ


গোলরক্ষক: উনাই সিমোন, রবার্ট স্যাঞ্চেজ, ডেভিড রায়া।
ডিফেন্ডার: দানি কার্ভাহাল, সিজার আজপিলিকুয়েতা, এরিক গার্সিয়া, উগো গিলামন, পাও তোরেস, লাপোর্তে, জোর্ডি আলবা, হোসে গায়া।
মিডফিল্ডার: সের্গিও বুস্কেতস, গাবি, কার্লোস সোলার, মার্কোস লরেন্তে, পেদ্রি, কোকে।
ফরোয়ার্ড: ফেরান তোরেস, পাবলো সারাবিয়া, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো আসেন্সিও, নিকো উইলিয়ামস, আনসু ফাতি, দানি ওলমো।