New Update
/anm-bengali/media/post_banners/8MW5IlA19CdJKXNutnuz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ট্রানসফার উইন্ডোতে স্কোয়াডে কিছু সংযোজন, বিয়োজন করতে পারে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ময়দানে গুঞ্জন, দলের একাধিক বিদেশি ফুটবলারকে ছেঁটে ফেলতে পারে ক্লাব। সর্বাগ্রে শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলার এলিয়ান্দ্রোর নাম।
​
ব্রাজিলের এই ফুটবলারকে কেন্দ্র করে লাল হলুদ সমর্থকদের অনেকটা প্রত্যাশা ছিল। এখনও পর্যন্ত যা পূর্ণ করতে প্রেননি এলিয়ান্দ্রো। প্রত্যাশা পূরণে সফল হচ্ছেন না ইভান গঞ্জালেস, অ্যালেক্স লিমা নিয়েও ফুটবল মহলে চলছে জল্পনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us