New Update
/anm-bengali/media/post_banners/PV543xsPULZoEiKTdFh4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই তারকা ফুটবলারকে হয়তো পাচ্ছে না চেন্নাইয়িন ফুটবল ক্লাব। মুম্বই সিটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে আসন্ন ম্যাচে না-ও দেখা যেতে পারে দুই বিদেশি কারিকারি এবং ভাফাকে। ভাফাকে কার্ড সমস্যায় পাবেন না চেন্নাইয়িনের কোচ। চোট সমস্যায় ভুগছেন কারিকারি। তাই ফুটবল মহলের একাংশের ধারণা মুম্বই ম্যাচে এই দুইবিদেশি ফুটবলারকেই হয়তো মাঠে দেখা যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us