/anm-bengali/media/post_banners/FoMSkN6qCChmGWaaag5S.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে শিলিগুড়ির পুলিশ। শহরে যানজট রুখতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে । বুধবার শিলিগুড়ি কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আনম্যানড এরিয়াল ভেহিকেলের উদ্বোধন করেন পুলিশ কমিশনার গৌরব শর্মা। পুলিশ সূত্রে খবর, মহাত্মা গান্ধি মোড়, হাসমিচক, নৌকাঘাট মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।এজন্য ইতিমধ্যেই পুলিশকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কন্ট্রোল রুম বানিয়ে গোটা শহরের ট্রাফিক ব্যবস্থার ওপর নজর রাখা হবে। কোনও জায়গায় যানজট সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং শহরের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর । এর আগে পুলিশের কাছে নজরদারির জন্য কোনও ড্রোন ছিল না। এ বিষয়ে পুলিশ কমিশনার বলেন, 'শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us