নিজস্ব সংবাদদাতা : চণ্ডীগড়ের শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দরে ৮.৪৪ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।শুল্ক বিভাগ জানায়,দুবাই থেকে শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে ওই সোনা উদ্ধার হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, যখন যাত্রী 'গ্রিন চ্যানেল' অতিক্রম করার চেষ্টা করছিলেন তখন তাকে আটকে দেন শুল্ক কর্মকর্তারা।তার দুটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ১৬০.৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়।বিবৃতি অনুসারে, ব্যাগের চাকায় রাখা ছোট রূপালী রঙের ধাতব টুকরাগুলিতে সোনা লুকিয়ে রাখা হয়েছিল।