বাটলার - হেলস জুটির সামনে ফিকে শামি - অর্শদীপ ম্যাজিক

author-image
Harmeet
New Update
বাটলার - হেলস জুটির সামনে ফিকে শামি - অর্শদীপ ম্যাজিক

​নিজস্ব সংবাদদাতাঃ ফাইনালে যাওয়ার লড়াইয়ে ওভাল স্টেডিয়ামে মুখোমুখি ভারত - ইংল্যান্ড। এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি বাটলার বাহিনী। এদিন ইংল্যান্ডকে ১৬৯ রানের টার্গেট দিল রোহিত বাহিনী। তবে আজ ভারতীয় বোলারদের ম্যাজিক ফিকে পড়ে গিয়েছে বাটলার - হেলস জুটির সামনে। এদিন ৪৫ বলে ৮১ রান হাঁকিয়ে ভারতকে চাপে ফেললেন আলেক্স হেলস এবং ৭১ রান করলেন জস বাটলার।