New Update
/anm-bengali/media/post_banners/UBvAZp0k6yCueQExd5Jj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার উত্তরপ্রদেশে আসন্ন উপ নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল। জানা গিয়েছে, সপা ডিম্পল যাদবকে মৈনপুরী লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে।
সমাজবাদী পার্টি এক টুইট বার্তায় বলেছে, "দল ডিম্পল যাদবকে মৈনপুরী উপনির্বাচনের দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।" উল্লেখ্য, দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর এই আসনটি খালি ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us