চিতাবাঘের রহস্যজনক মৃত্যু, তদন্ত

author-image
Harmeet
New Update
চিতাবাঘের রহস্যজনক মৃত্যু, তদন্ত


নিজস্ব সংবাদদাতা: চিতাবাঘের রহস্যজনক মৃত্যু ঘিরে শুরু হল জল্পনা। নির্দেশ দেওয়া হল তদন্তের। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নিলিগিরি জেলার কোথাগিরির ওরাসোলাই চা এস্টেটে। মৃত চিতাবাঘটির বয়স ৭ বছর। ফরেস্ট রেঞ্জ অফিসার সেলভাকুমার ঘটনাটির তদারকি করছেন।