পুরুলিয়া যাওয়ার পথে নিখোঁজ হলেন ঝাড়গ্রামের এক জুনিয়ার ইঞ্জিনিয়ার

author-image
Harmeet
New Update
পুরুলিয়া যাওয়ার পথে নিখোঁজ হলেন ঝাড়গ্রামের এক জুনিয়ার ইঞ্জিনিয়ার



নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: পুরুলিয়া যাওয়ার পথে নিখোঁজ হলেন ঝাড়গ্রামের এক জুনিয়ার ইঞ্জিনিয়ার। গত ৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে ঝাড়গ্রাম জিআরপি থানায় নিখোঁজ ডায়েরি করার পর তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ। এই জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম প্রতীক দাস(৩২)। ঝাড়গ্রামের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের গনককাটা গ্রামের বাসিন্দা এই ইঞ্জিনিয়ার পুরুলিয়ার জল সরবরাহ অফিসে সরকারি চাকরি করেন। সপ্তাহে একবার গ্রামের বাড়িতে আসেন। গত ৭ নভেম্বর ধানবাদ লোকাল ট্রেনে পুরুলিয়া যাওয়ার জন্য ঝাড়গ্রাম স্টেশনে ট্রেনে ওঠেন। 

your image



তার ফোনের সুইচ বন্ধ থাকায় পরিবারের লোকের সন্দেহ হয়। শুরু হয় খোঁজাখুঁজি। পুরুলিয়াতে তিনি পৌঁছাননি বলে জানতে পারে তার পরিবার। তার পরিবারের পক্ষ থেকে ঝাড়গ্রাম জিআরপি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তার পরিবারে সেরকম কোনও অশান্তি ছিল না বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঝাড়গ্রাম জিআরপি থানার ওসি ঈশ্বর মুর্মু জানিয়েছেন, ঘটনায় পুলিস তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনি ট্রেনে উঠেছেন। তার দুটি মোবাইল ফোন সুইচ বন্ধ রয়েছে। তবে সেগুলি ট্র্যাকে ফেলে রাখা হয়েছে।