বেপরোয়া ট্রাকের গতির বলি পথচারী

author-image
Harmeet
New Update
বেপরোয়া ট্রাকের গতির বলি পথচারী

দিগ্বজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বেপরোয়া ট্রাকের গতির বলি এক পথচারী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বৈকুন্ঠপুর এলাকায়। জানা যায়, ঘাটালের মান্দারিয়া এলাকার বাসিন্দা শওকত আলী খাঁ (বয়স ৬৫) প্রতিবেশী এক যুবকের বিয়েতে বরযাত্রীদের সাথে দাসপুরের বৈকন্ঠপুর এলাকায় একটি আবাসনে বিয়ের অনুষ্ঠানে যায়।


বিবাহ অনুষ্ঠানের আসরের পাশেই মসজিদ থাকায় দুপুরের নামাজ পড়তে যাওয়ার পথে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বৈকুন্ঠপুর এলাকায় হঠাৎ পাঁশকুড়াগামী একটি মালবাহী ট্রাক দ্রুত গতিতে ওই বৃদ্ধকে সজোরে ধাক্কা মারলে রাজ্য সড়কের উপর ছিটকে পড়ে শওকত আলী খাঁ নামে ওই বৃদ্ধ। সিসিটিভিতে ধরা পড়েছে হাড়হিম করা সেই ভিডিও। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দাসপুর থানার পুলিশ, চালক সহ ঘাতক ট্রাকের তল্লাশি চালাচ্ছে দাসপুর থানার পুলিশ।