New Update
/anm-bengali/media/post_banners/9auS7S4yS2UbC36Nw7bM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টলিউডের নতুন জুটির আত্মপ্রকাশ ঘটতে চলেছে। একসঙ্গে জুটি বাঁধছেন পাওলি দাম ও অনির্বাণ। সিনেমার নাম 'লহ গৌরাঙ্গ নাম রে।' পরিচালনার দায়িত্বে সৃজিত মুখার্জী। এ বিষয়ে সৃজিত জানিয়েছেন, ‘জুলফিকর’ ছবির পর থেকেই পাওলির সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। দারুণ অভিনেত্রী পাওলি। মেধাবী ও বুদ্ধিমান। অনির্বাণও তাই। এই নতুন জুটি অবশ্যই দর্শকরা পছন্দ করবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us