New Update
/anm-bengali/media/post_banners/neaCwIezWecjHqoNbbkx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আধিপত্য নিয়ে খেলছে পাকিস্তান। প্রথম ইনিংসে ১৫২ রান করেছিলেন কেন উইলিয়ামসনরা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনারই অর্ধশতরান করেছেন। চাপের মুখে হাফসেঞ্চুরি করলেন অধিনায়ক বাবর আজম এবং মহম্মমদ রিজওয়ান। ৪২ বলে ৫৩ রান করে আউট হন বাবর। ৫৪ রান করে এখনও ক্রিজে রয়েছেন রিজওয়ান।
Babar Azam steps it up in the big game 👊#T20WorldCup | #NZvPAK | 📝: https://t.co/LSzHXLPBTNpic.twitter.com/5SytI0tBSW
— ICC (@ICC) November 9, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us