New Update
/anm-bengali/media/post_banners/e8WE4wewsoc1ZNe61bWA.jpg)
মানালী দত্ত পাত্র, লালবাগ : সরকারি রেশনের মাধ্যমে ফরটি ফায়েড চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে , কিন্তু উপভোক্তারা এই চালকে প্লাস্টিক চাল বলছেন।বাগান পাড়ার রেশন ডিলার আরতী দাসের রেশনের দোকান থেকে যে রেশন দেওয়া হচ্ছে সেই রেশন এর চালের ভিতর সাদা রঙের এক প্রকার চাল দেখা যাচ্ছে। এ ব্যাপারে ডিলার আরতী দাসের পুত্র মনোজ কুমার দাস বলেন, এগুলি ভিটামিন চাল। আবার মনোজ বাবুকে ইন্সপেক্টর জানান এটি ফরটি ফায়েড চাল। কিন্তু গ্রাহকরা সেই চাল পুড়িয়ে দেখাচ্ছে যে এটি প্লাস্টিক চাল। /)
এই ব্যাপারে রেশন ডিলার আরতী দাসের পুত্র মনোজ কুমার দাস বলেন, আমরা এ ব্যাপারে কিছু বলতে পারব না কারণ সমস্ত বস্তাগুলি প্যাকিং করা আছে। এর ভিতর কি আছে সেগুলি আমরা কি করে জানব।' কিন্তু মানুষ অভিযোগ করছেন তাহলে কি তিনি দেখবেন না তখন তিনি কোন একজনকে ফোন করেন এবং বলেন ইন্সপেক্টর প্রণব বাবু বলছেন এই চাল গুলির নাম ফরটি ফায়েড চাল, মনোজ বাবু নিজে অবশ্য গ্রাহকদের বলেছিলেন এই চালটি ভিটামিন চাল। গ্রাহকদের প্রশ্ন ভিটামিন চাল আগুনে গলবে কেন? এই ব্যাপারে ইন্সপেক্টর প্রণব বাবুকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।