New Update
/anm-bengali/media/post_banners/YeNXEaEaCplIsqj7N8G5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচে দুরন্ত বল করছে পাকিস্তান। ইতিমধ্যে তিন উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে সাজঘরে ফিরে গিয়েছেন ফিন অ্যালান। এরপর দেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন দলের হাল ধরার চেষ্টা করেছিলেন। ২১ রান করে রান আউট হন দেভন। এরপর ৮ বলে ৬ রান করে মাঠ ছাড়েন গ্লেন ফিলিপস। মহম্মদ নাওয়াজ উইকেটটি নিয়েছেন। ৪৯ রানে ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
Wtf is wrong with #Nz today.
3 down for 49 🙄
#PakVsNz— Dinesh Kumar Rajendran (@IDinezTweet) November 9, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us