নিজস্ব সংবাদদাতা:গরুপাচার মামলায় ফের অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব ইডি-র। দিল্লিতে ইডি-র সদর দফতরে চলছে জিজ্ঞাসাবাদ। এই নিয়ে ৫ বার তলব করা হল তৃণমূলের অঞ্চল সভাপতি রাজীব ভট্টাচার্যকে। চালকলে কে বিনিয়োগ করেছিল? অনুব্রতর স্ত্রীর চিকিৎসার জন্য কেন টাকা দিয়েছিলেন রাজীব? এই সব প্রশ্নের উত্তর পেতেই রাজীবকে তলব করেছে ইডি। খবর সূত্রের। পাশাপাশি, গরুপাচার মামলায় আজ অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকেও দিল্লিতে তলব করেছে ইডি। মলয় পিটের স্বাধীন ট্রাস্টের সঙ্গে অনুব্রতর আত্মীয়দের কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে।