নিমন্ত্রণ করতে গিয়ে একাকী তরুণীকে ধর্ষণের অভিযোগ

author-image
Harmeet
New Update
নিমন্ত্রণ করতে গিয়ে একাকী তরুণীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : নিমন্ত্রণ করতে গিয়ে তরুণীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ক্ষিরাই ৬ নং নম্বর অঞ্চলের ঘোড়ামারা এলাকায়। ওই গ্রামের কারো বাড়িতে অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে এলাকার লোকেদের নিমন্ত্রণ করার জন্য আহমাদুল্লাহ খান, (ওরফে মোস্তাক) নামে ওই যুবক লোকের বাড়িতে বাড়িতে গিয়ে নিমনত্রণ জানানোর কাজ করতেন।‍‌ মঙ্গলবার বিকেলে এলাকার বিভিন্ন লোকের বাড়িতে নিমন্ত্রণ করার পর ওই তরুণীর বাড়িতেও নিমন্ত্রণ করতে গেলে বাড়িতে কেউ না থাকায় তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষন করে চলে যায় মুস্তাক।



 তরুণীর মা বাড়িতে ফিরে দেখে মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে জিজ্ঞাসা করলে তরুণী বলে মোস্তাক খান ধর্ষণ করে পালিয়ে গেছে। তরুণীর মা প্রথমে পিংলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীকালে তরুণীকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। এবং পিংলা থানায় মুস্তাক খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়।আর সেই অভিযোগ পাওয়ার পরেই পিংলা থানার পুলিশ তদন্ত নেমে গতকাল রাতেই মুস্তাক খান নামে ওই যুবককে গ্রেফতার করেছে। বুধবার অভিযুক্তকে মেদিনীপুর আদালতে পাঠাবে পিংলা থানার পুলিশ।