বিজেপি-সিপিএম-কে হুঁশিয়ারি মদন মিত্রের

author-image
Harmeet
New Update
বিজেপি-সিপিএম-কে হুঁশিয়ারি মদন মিত্রের

নিজস্ব সংবাদদাতা: 'বিজেপি-সিপিএম মনে করে, এটাকেও নন্দকুমার বানাবে। আমি হুমকি দিচ্ছি না। আসা-যাওয়ার পথে সাবধান হবেন। রাস্তায় খানা-খন্দ রয়েছে, বাম্পার রয়েছে। কোথায় টপকে যাবেন নিজেদেরই বুঝতে অসুবিধা হবে। গুন্ডামি ছাড়া এমন দাওয়াই আছে, যে তিন মিনিট লাগবে লাইনে আনতে', মন্তব্য মদনের।