হোয়াটসঅ্যাপে যুক্ত হল নয়া ফিচার, দেখে নিন

author-image
Harmeet
New Update
হোয়াটসঅ্যাপে যুক্ত হল নয়া ফিচার, দেখে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ আইওএস এবং অ্যানড্রয়েড ইউজারদের জন্য নতুন ফিচারের ‘রোল আউট’ শুরু করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেসবুক অধিকৃত এই মেসেজিং অ্যাপে অনেকদিন ধরেই ‘ভিউ ওয়ান্স’ ফিচার চালু হবে বলে শোনা যাচ্ছিল। অবশেষে সেই ফিচারেরই রোল আউট শুরু হয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি বা ভিডিয়ো একবার খোলার কিংবা দেখার পর তা মুছে যাবে বা ডিসঅ্যাপিয়ার হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে একজন ইউজার অন্য ইউজারকে যে মিডিয়া ফাইল পাঠাবেন তা একবার দেখার পর ডিলিট হয়ে যাবে, যেমনটা ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটে হয়ে থাকে।