নিজস্ব সংবাদদাতা: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ। আর সেই চন্দ্রগ্রহণ দেখার জন্য হরিদ্বার মন্দিরের বাইরে জমায়েত হয়েছিলেন বহু মানুষ। কিন্তু গ্রহণে মন্দির বন্ধ। এর ফলে মন্দিরর বাইরে ভক্তরা ভিড় জমান। ভক্তরা হরিদ্বার মন্দিরের বাইরে গঙ্গার পাড় থেকেই দেখেন চন্দ্রগ্রহণ দর্শন।