রাশিয়ায় অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করল উত্তর কোরিয়া

author-image
Harmeet
New Update
রাশিয়ায় অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করল উত্তর কোরিয়া


নিজস্ব সংবাদদাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সাহায্য করছে বলে অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। তবে এবার রাশিয়াকে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করল উত্তর কোরিয়া।

Russia-Ukraine war: 100 days in, Ukraine is more resolved than ever to take  its land back

 মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বিবৃতি জারি করে এই সংবাদ জানানো হয়েছে। উত্তর কোরিয়ার তরফে জানানো হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তর কোরিয়ার ভাবমূর্তি নষ্ট করতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে।

Rebuilding Ukraine after Russian invasion may cost $350 bln, experts say |  Reuters