নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: শনিবার বিকেলে সদর বিজেপি কার্যালয়ে দুই নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে রবিবার সন্ধ্যায় গড়বেতায় খোদ জেলা সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। পরপর দুই ঘটনায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে পশ্চিম মেদিনীপুর জেলায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মেদিনীপুর সফরে দিলীপ ঘোষ। সোমবার রাতে মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। বৈঠকে ছিলেন জেলা সভাপতি তাপস মিশ্র, জেলার সহ সভাপতি শঙ্কর গুচ্ছাইত সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সূত্রের খবর, বারবার এই ধরনের ঘটনা কেনও প্রকাশ্যে আসছে এই নিয়েই মূলত আলোচনা হয় এদিনের এই বৈঠকে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা হয় এদিনের এই বৈঠকে। বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "কেউ কেউ দলীয় শৃঙ্খলার বাইরে গিয়েছে। তাদের বিরুদ্ধে দল ব্যাবস্থা নেবে"। অন্যদিকে মেদিনীপুরে দাড়িয়ে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও মুখ খোলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি কড়া বার্তা দেওয়া হয় দলীয় কর্মী-সমর্থকদের।