মদন মিত্রকে বাড়িতে ঢুকতে দিল না ত্বরিতা-সৌরভ

author-image
Harmeet
New Update
মদন মিত্রকে বাড়িতে ঢুকতে দিল না ত্বরিতা-সৌরভ

​নিজস্ব সংবাদদাতাঃ দিন দুয়েক আগেই জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। তরুণকুমারের নাতি তথা অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন ছিল। সেলিব্রেশনের অঙ্গ হিসেবে জুড়ে গেল তৃণমূল নেতা মদন মিত্রের নামও। ত্বরিতাকে শুভেচ্ছা জানাতে গিয়েও নাকি বাড়িতে ঢুকতে পারেননি মদন। ফেসবুক লাইভে সে কথাই জানিয়েছেন তিনি। ত্বরিতার জন্মদিনের একদিন পরে মদন মিত্রের সঙ্গে দেখা করেন দম্পতি। ত্বরিতা তাঁর প্রিয় অভিনেত্রী, এ কথা প্রকাশ্যে জানান মদন। তবে বাড়িতে ঢুকতে না দেওয়ার কথাতে যে মজার ইঙ্গিত ছিল, তা তাঁর কথায় বুঝতে পেরেছেন দর্শক।