জমে উঠেছে ডেবরার হুই পরিবারের ৩২৮ বছরের রাস উৎসব

author-image
Harmeet
New Update
জমে উঠেছে ডেবরার হুই পরিবারের ৩২৮ বছরের রাস উৎসব





দিগ্বিজয় মাহালী: প্রথমের দিকে পারিবারিক উৎসব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই উৎসবে সামিল হয়েছে গ্রামবাসীরাও। রাস উৎসবে পূজা-অর্চনার পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়া, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে থাকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হুই পরিবার। বর্তমানে তাদের এই রাস উৎসব ৩২৮ তম বর্ষে পদার্পন করলো। গোপাল ঠাকুরকে দোলনায় সাজিয়ে চলে পূজা-অর্চনা। দূর-দুরান্ত থেকে আত্মীয় সজন ও হুই পরিবারের সদস্যরা যারা কাজের সূত্রে বাইরে থাকেন তারাও এই রাস উৎসবে বাড়িতে ফিরে আসেন। বর্তমানে ১৫ টির বেশি হুই পরিবার রয়েছে ঝাঁঝিয়া গ্রামে। রাস উৎসবকে সামনে রেখে সবাই উৎসবে মেতে ওঠেন।