/anm-bengali/media/post_banners/uh6n7cgB0zaddzTINgJb.jpg)
দিগ্বিজয় মাহালী: জাতীয় সড়কের উপরে বালি গাড়িকে আটকে তার কাগজপত্র দেখতে চাইলে দেবাশীষ কুন্ডু নামে এক এমভিআই (MVI) আধিকারিককে বেধড়ক মারধরের ঘটনা ঘটলো খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত উত্তর সিমলার কাছে। আহত অবস্থায় ওই এমভিআই (motor vehicle inspector) আধিকারিককে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। সোমবার রাতে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের উত্তর সিমলার কাছে একটি বালি গাড়ি যাচ্ছিল। সেটিকে দেখে আটকে দেয় ওই এমভিআই আধিকারিক। গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চাইলে প্রথমে তার ওপর চাড়াও হয় গাড়ির চালক ও খালাসি। এরপর ফোন করে স্থানীয় কয়েকজন বালি মাফিয়াদেরকে ডেকে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয় ওই এমভিআই আধিকারিককে। আহত দেবাশীষ কুন্ডু জানিয়েছেন, তার ওপরে চড়াও হয় বুকে, পিঠে লাথি-ঘুসি মারা হয়। তার আধিকারিক গলা থেকে ছিনিয়ে নেওয়া হয় সোনার চেন। আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় প্রথমে খড়গপুর গ্রামীন থানায়। সেখান থেকে তাকে পাঠানো হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়েই তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন মহকুমা অধিকারী ও খড়গপুর গ্রামীন থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আসিফ সানি। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us